বর্তমানে কোভিড-১৯ এর এই বৈশ্বিক মহামারি এর কারনে আমরা ঈদে খুব একটা আনন্দ করতে পারিনা, কেননা আমরা সকলেই গৃহবন্দি। আমাদের ব্লগে এই মহামারিতে আমাদের ঈদের অভিজ্ঞতা সম্পর্কে একটি নিবন্ধ আছে, সেটি যদি এখনও পড়ে না থাকেন তাহলে এই লিংকে গিয়ে এখনি পড়ে ফেলুনঃ https://abdullahsabiq0112.wixsite.com/read-learn-share/post/eid-in-this-pandemic
এই নিবন্ধটিতে আমরা এই বছরের ঈদকে আরও আনন্দময় করে তলার কিছু উপায় আপনাদেরকে বলব।
ঘর সাজানো
যেহেতু আমাদের নিজ বাসাতে বসেই ঈদ উদযাপন করতে হবে, তাই আমরা আমাদের ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে ফেলতে পারি। প্রথমে আমরা আমাদের বাসাটাকে পরিস্কার করে নিতে পারি। তারপর আমাদের ঘরকে যাতে আরও সুন্দর ও গোছানো লাগে তার জন্যে নানা ধরনের অরিগামি ও অন্যন্য জিনিসের তৈরি শোপিস দিয়ে সাঁজাতে পারি। এই ক্ষেত্রে অরিগামি শেখার জন্যে আমরা ইন্টারনেটের ব্যবহার করতে পারি। তাছাড়া আমরা যারা ভালো আঁকতে পারি, তারা চাইলে ঈদ উপলক্ষে সুন্দর পোস্টার অথবা ব্যানার তৈরি করে আমাদের বাড়ির দেয়াল সাঁজাতে পারি। এই ধরনের সৃজনশীল কাজের দ্বারা আমরা খুব সুন্দর আমাদের ঘর সাঁজাতে পারি যাতে করে আমাদের ঘর দেখতে একটু আলাদা লাগে, তার সাথে সাথে এই কাজ করলে আমাদের মন ও ভালো থাকবে ও নতুন ধরনের সৃজনশীল ধারনা তৈরি হবে।
নতুন খাবার বর্তমানে এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে ইন্টারনেটের মাধ্যমে আমরা খুব সহজেই পৃথিবীর এক কোণা থেকে আরএক কোণার খবর জানতে পারি। তাই আমরা চাইলেই ইন্টারনেট থেকে রেসিপি দেখে নানান ধরনের নতুন খাবার তৈরি করতে পারি। তাহলে আমাদের ঈদের দিনগুলি আরও বেশি আনন্দময় ও উপভোগযোগ্য হবে। তাছাড়া নিজেরা নতুন কিছু রান্না করে খাওয়ার স্বাদও আলাদা এবং এটি আমাদের মনকেও অনেক তৃপ্ত করে। কাজেই আমরা চাইলেই এই বুদ্ধিটা প্রয়োগ করে দেখতে পারি।
বিনোদন ও অন্যান্য আমাদের দেশে ঈদ উপলক্ষে নানা ধরনের অনুষ্ঠান প্রচার করা হয়। আমরা চাইলে সেইগুলো উপভোগ করতে পারি। তাছাড়া আমরা চাইলেই ইন্টারনেটের মাধ্যমে এই অনুষ্ঠান গুলি আমাদের পরিবার-পরিজন ও অন্যন্য আত্মীয় স্বজনদের সঙ্গে একসাথে উপভোগ করতে পারি। আমাদের যাদের বাসাতে ইন্টারনেট আছে তারা চাইলেই আমাদের আত্মীয় স্বজনদের সাথে ভিডিও কলে কথা বলতে পারি ও আড্ডা দিতে পারি এবং নানা ধরনের ঘরোয়া খেলা ও আনন্দ উৎসব আয়োজন করতে পারি। এই ধরনের কাজ আমরা আমাদের বাড়ির লকেদের শাথেও করতে পারি। এবং যাদের বাসায় ইন্টারনেট নেই তারা চাইলে আগে থেকেই পর্যাপ্ত ইন্টারনেট ক্রয় করে আত্মীয়দের সাথে যোগাযোগ করতে পারি। আমরা চাইলে আমাদের ভাইবন ও আত্মীয়-স্বজনদের কাছ থেকে নতুন কিছু সৃজনশীল বুদ্ধি নিয়ে নতুন কোনও উদ্যোগ নিতে পারি যার সাহায্যে আমাদের মন ভালো হবে। আমরা ভাইবনেরা চাইলে ইন্টারনেটের মাধ্যমে কোন অনলাইনে গেমস খেলেও আমাদের সময় খুব ভালো ভাবেই অতিবাহিত করতে পারি।
আমরা আশা করি যে আমাদের এই পদ্ধতিগুলি প্রয়োগ করলে আপনাদের ঈদের দিন গুলো ভালো কাটবে। ধন্যবাদান্তে, আর এল এস টিম।
![](https://static.wixstatic.com/media/0a26bb_53bb371ff25048819646e3dd0fbfe8f0~mv2.jpg/v1/fill/w_980,h_646,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/0a26bb_53bb371ff25048819646e3dd0fbfe8f0~mv2.jpg)
Comments