top of page

আনন্দকে ভাগ করে নিন

Read-Learn-Share

আমাদের দেশ একটি পুঁজিবাদী দেশ, কাজেই আমাদের দেশের সব মানুষ একই ধরনের জীবন যাপন করেনা। তার মানে আমাদের মধ্যে কেউ ধনী তো কেউ গরীব। যারা ধনী ও মধ্যবিত্ত মানুষেরা সব সময়ই মোটামুটি সুখে ও শান্তিতে থাকে। কিন্তু আমরা কি কখনও আমাদের দেশের দরিদ্র ও অসহায় মানুষদের কথা একবারও ভেবে দেখেছি?

২০২০ সালে করা একটি জরিপ এর মতে বাংলাদেশে প্রায় ৫ কোটি মানুষ দারিদ্র্যতার শিকার, অর্থাৎ তাদের মধ্যে বেশিরভাগই একটি মানবেতর জীবন যাপন করে। ক্রমাগতভাবে তাদের ঈদ এর অভিজ্ঞতা মটেই ভালো নয়। অনেকেই হয়তো তাদের ঈদের দিনগুলি কাটান না খেয়ে, অবর্ণনীয় যন্ত্রণা ও দুঃখের মধ্য দিয়ে। বর্তমানের এই কোভিড-১৯ এর এই বৈশ্বিক মহামারি এর কারনে এই দারিদ্রতার সংখ্যা ক্রমাগতই বাড়ছে। তাই হলফ করে বলা যায় যে এই বছর অনেক মানুষই একটি খুশির ঈদ কাটাতে পারবে না। কিন্তু এই সব অসহায় লোকেরা কি সবসময় এই ধরনের দুঃখ পাওয়ার যোগ্য? আমরা কি তাদের জন্যে কিছু করতে পারি না? আজকে আমাদের দেশের ষোল কোটি মানুষের মধ্যে অন্তত আট কোটি মানুষও যদি এক টাকা করে অনুদান দেয় তাহলে আট কোটি টাকা হবে, যার দ্বারা এই সব গরীব মানুষকে সুখ না দিতে পারলেও অধিকাংশ মানুষকে সুখ দেয়া যেতে পারে। আর আমাদের মতে এইখানেই আমাদের ঈদের আসল সুখ পাওয়া যাবে কেননা, আমরা যদি একটি দরিদ্র শিশুকে একটি খেলনা কিনে দেই তাহলে সেই শিশুটির মুখে এক অকৃত্রিম ও নিষ্পাপ হাসি ফুটে ওঠে যা দেখলেই যে কারও মন ভালো হয়ে যাবে এবং আমাদের মতে এই হাসিগুলি অমূল্য। আজকে আমরা যারা উচ্চশ্রেণীর জনগণ তাদের কাছে এতো কিছু থাকার পরও আমরা ঈদএ খুশি থাকতে পারি না, একটু সুখ খুজে পাই না। আজ হয়তো আমরা একটি এসির বাতাস খেতে খেতে চিন্তা করছি যে কিভাবে ঈদ তাকে আরও খুশির করা যায়। কিন্তু একবার একটু চিন্তা করে দেখেছি কি যে আমাদের আশে-পাশের মানুষেরা যদি সুখে শান্তিতে থাকে তাহলে আমরাও একটু শান্তি পেতে পারি? আমরা আশা করি যে আমাদের এই নিবন্ধটি পড়ে অন্তত একজন মানুষ দরিদ্র মানুষদের সাহায্য করতে এগিয়ে যাবে, আর সেখানেই আমাদের এই নিবন্ধটির আসল সাফল্য ও সার্থকতা।

ধন্যবাদান্তে, আর এল এস টিম।


12 views0 comments

Recent Posts

See All

Comments


Post: Blog2_Post

©2021 by WELS, Dhaka, Bangladesh.

bottom of page