মা। মা মানুষটির মত মা শব্দটি আমাদের মত সব সন্তানের কাছেই খুব বিশেষ। মা যে শুধু আমাদের জন্মদাত্রী তাই নয়, তিনি আমাদের সকলের সব ধরণের নিশঙ্গতার পরম সঙ্গী। যখন এই পৃথিবীর সব কিছুই আমাদের উপেক্ষা করে, আমাদের কে আশাহত করে, ঠিক তখনই আমাদের মা উদয় হয়ে আমাদের মনের সব আশঙ্কা দূর করে আমাদের নতুন করে সুচনা করার জন্যে অনুপ্রাণিত করে। তবে আমাদের মা আমাদের সুখের সঙ্গী না হতে পারলেও চিরকাল আমাদের দুঃখের সঙ্গী হয়ে থাকে। কিন্তু আমরা আমাদের জীবনে এই নিঃস্বার্থ শুভাকাঙ্ক্ষীর অবদানকে উপলব্ধি করতে অনেকটাই দেরি করে ফেলি। আজকে আমাদের যাদের মা আর নেই তারাই শুধুমাত্র এই মহান ব্যক্তির মুল্য বুঝতে পারে।
মা নামক এই শব্দটির বিশেষত্ব বিশ্লেষণ করতে গেলে পাতার পর পাতা শেষ হতে থাকবে কিন্তু আমাদের লেখার দিগন্ত হয়তো আর দেখা যাবে না। তাই আমাদের সকল সন্তানদেরই উচিত আমাদের মাকে যোগ্য সম্মান দিয়ে আমাদের চিরকালের সঙ্গী করে রাখা। আজকের এই বিশেষ দিনে আমাদের সবার মায়ের জন্যেই রইল প্রাণ ঢালা শুভেচ্ছা।
(এই নিবন্ধটি আমাদের সমাজের সকল মায়ের জন্যে নিবেদিত)।
![](https://static.wixstatic.com/media/0a26bb_8882f817d5a04691a9ecbc532ee99baa~mv2.jpg/v1/fill/w_980,h_653,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/0a26bb_8882f817d5a04691a9ecbc532ee99baa~mv2.jpg)
Comments