top of page

শুভ বাবা দিবস

Read-Learn-Share

শুভ বাবা দিবস। প্রতি বছরের ২০এ জুন এই দিনটি উদযাপন করা হয়। শৈশব থেকেই, যে মানুষটি আমাদের পছন্দের জিনিসগুলি নিয়ে আসে, জীবনের প্রতিতি মুহূর্তকে দামি করে তোলে এবং আমাদের উন্নতির চিন্তা করে সেই হল আমাদের বাবা। প্রত্যেক বাবাই তার সন্তানের জীবনে একটি অসীম গুরুত্বের অধিকার রাখে। বাবা ছাড়া একটি সন্তানের জীবন অনেকটা ঠিক একজন মেরুদণ্ডহীন মানুষের মতো। আমাদের সকলেরই খেয়াল রাখা উচিত যাতে আমাদের বাবা তাদের উভয় যৌবন ও বৃদ্ধ বয়েসে অসহায় বোধ না করে। যখন আমাদের বাবারা বৃদ্ধ হয়ে যাবে তখন আমাদের উচিত তাদের প্রতিটি ক্ষেত্রে ঠিক সেভাবেই খেয়াল রাখা যেভাবে তারা আমাদের শইশবে আমাদের খেয়াল রেখেছিল। তাই আমাদের সকলেরই উচিত শুধু এই বাবা দিবস নয়, পুরো জীবন আমাদের বাবাদের খেয়াল রাখা ও তাদের সম্মান করা, আমরা সবাই আজকে থেকে প্রতিজ্ঞা করছি যে, আমরা চিরকাল আমাদের বাবাদের পাশে থাকব। শুভ বাবা দিবস।

ধন্যবাদান্তে, আরএলএস।


(Content Credit: Tahsin Shah, Content Writer, RLS)

(Edit and Translation Credit: Abdullah Islam Sabiq, Chief Content Writer, RLS).

9 views0 comments

Recent Posts

See All

Comments


Post: Blog2_Post

©2021 by WELS, Dhaka, Bangladesh.

bottom of page