শোকাবহ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস আজ। শ্রদ্ধেয় জাতির পিতা ও তার পরিবার হত্যার সেই কলঙ্কিত দিন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম মৃত্যুবার্ষিকী। প্রতিবছরের মতো এবারো গভীর শোকের সাথে সকল বাংলাদেশী এই দিনটি পালন করবে। কিন্তু করোনা মহামারির কারণে এবারের শোক দিবসের কর্মসূচি হচ্ছে সীমিত পরিসরে। তবে স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হবে জাতীয় শোক দিবস। নিজ বাড়িতে থেকে আমরা সবাই সকল স্বাস্থবিধি মেনে দিবসটি উদযাপন করব। ধন্যবাদান্তে, আর এল এস টিম।
![](https://static.wixstatic.com/media/0a26bb_cfa219b5927045afadb395a0a717c49c~mv2.jpg/v1/fill/w_980,h_613,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/0a26bb_cfa219b5927045afadb395a0a717c49c~mv2.jpg)
Credits: Content: Zaima Khanam Warda Thumbnail and edits: Abdullah Islam Sabiq
Comments