আজ মহান মে দিবস। এই দিনটি শুধুমত্র সেই সব নিরলস পরিশ্রমী মানুষদের জন্যে যারা দিনরাত এই বিশ্বের উন্নতির জন্যে কাজ করে যাচ্ছেন। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে সবধরনের কাজেরই একটি সম্মান রয়েছে, কোনও কাজকেই তুচ্ছ করা যাবে না। আমরা সবাই আজ থেকে সব ধরনের বর্নবাদ ও বৈষম্য কে প্রত্যাখ্যান করছি। আমরা আজ যত বড় সাফল্যই অর্জন করি না কেনো, আমাদের সবসময় মনে রাখা উচিত যে অনেক মানুষই আমাদের পেছনথেকে দিন রাত সাহায্য করে যাচ্ছে। এই সব মহান মানুষ গুলিকে একটি বড় সালাম।
সৌজন্য,
আরএলএস টিম।
![](https://static.wixstatic.com/media/0a26bb_e6f89a8ec4434dc7a87fb91e95f243ab~mv2.png/v1/fill/w_662,h_661,al_c,q_90,enc_auto/0a26bb_e6f89a8ec4434dc7a87fb91e95f243ab~mv2.png)
Comments