top of page

Happiness out of Loneliness/Recreation out of Depression/Single but Happy

Writer's picture: WELSWELS

যখনি আমরা সমাজ সম্পর্কিত যেকোনো লেখা পড়তে যাই তখনই, "মানুষ সামাজিক জীব" এই লেখাটি সাধারণভাবে আমাদের চখে পড়বেই। একজন মানুষ কখনই অন্য একজন মানুষের সাহায্য ও সঙ্গ ছাড়া বাঁচার কথা কল্পনাই করতে পারে না। আমাদের বর্তমান এই যান্ত্রিক জীবনে, কেউ হয়তো আমাদের সহকারী, কেউ হয়তো গুরু, কেউ হয়তো আদর্শ, আবার আমরা হয়তো কারও ছাত্র, কারও সহকারী। আবার পারিবারিক জীবনে, আমরা হয়তো কারও ভাই অথবা কারও বোন, কেউ আমাদের মা, কেউ বাবা, কেউ চাচা, কেউ ভাতিজা আবার কেউ মামা, কেউ ভাগ্নি এবং আরও অনেকে, আবার কেউ হয়তো সঙ্গী। তবে সময়ের স্রোতে যেমন সবকিছু বদলে যায়, তেমনি আমাদের পাশের মানুশগুলিও অন্য কোনও মানুষের মাধ্যমে পরিবর্তিত হয়ে যায়। আমাদের জন্মের সময় যারা আমাদের পাশে ছিল, তাদের সবাই হয়তো আমাদের পাশে বর্তমানে নেই, তেমনি ভবিষ্যতে আমাদের অন্তকালে কেউই হয়তো থাকবে না। তাই আমরা যদি কখনো কারও উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে যাই তাহলে আমাদের জন্যেই সেটা ক্ষতিকর, কারন সেই মানুষটি হয়তো সবসময় আমাআদের পাশে থাকবে না, আবার হয়তো আমরা সবসময় তার পাশে থাকতে পারবো না। কাজেই, নিজেকে নিজের সঙ্গে রাখুন, অন্য কারও সঙ্গে তার সঙ্গ হিসেবে নয়। তবে একাকিত্মের জীবনটা অনেক বিষণ্ণ, তাই আপনি চাইলে ব্যাস্ততা ও কাজকে আপনার সঙ্গী করতে পারেন, কাজ কখনও আপনাকে ছেড়ে যাবে না যদি আপনি তাকে ভালভাবে লালন-পালন করতে পারেন, আবার আপনার নিজের উপকারেই আপনি তাকে ছাড়তে পারবেন না, যখন আপনি থাকবেন না থখন কাজ নিজেই তার যোগ্য সঙ্গীকে বেছে নিবে। তাই, নিজের অতীত থেকে শিক্ষা নিয়ে, ভবিষ্যতের জন্যে বর্তমান থেকেই কঠোর পরিশ্রম করা শুরু করুন।


ধন্যবাদান্তে, আরএলএস টিম।


11 views0 comments

Recent Posts

See All

Comments


Post: Blog2_Post

©2021 by WELS, Dhaka, Bangladesh.

bottom of page